২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” শরীর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সভা টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না,অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও করা যাবে না—-পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান তাহিরপুর হাওরাঞ্চলে অন্তর্বর্তীকালীন সময় সরকারের দুই উপদেষ্টা তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন
দেশজুড়ে শিক্ষার্থীদের সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং

দেশজুড়ে শিক্ষার্থীদের সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং

ডেস্ক রিপোর্টঃ  ছাত্র-জনতার গনঅভ্যু ত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের বিভিন্ন অঞ্চলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। এই পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা দেশের শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসে। শনিবার (১০ আগস্ট) কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ভাঙা সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে নতুন চিত্রকর্ম আঁকা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীরা সড়ক বিশৃঙ্খলা ও যানজট নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছে এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সহায়তা করছে। বরিশালের বাকেরগঞ্জে শিক্ষার্থীরা ময়লার ভাগাড় পরিষ্কার করে এলাকার পরিবেশ উন্নয়নে কাজ করছে।

ফুলবাড়ী: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্থানীয় জনগণের সহায়তায় ভাঙা সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন। তারা আজকে উপজেলা সদরের হেলিপোর্ট সংলগ্ন পাকা সড়কের ধসে যাওয়া অংশে বালু ভর্তি জিও ব্যাগ ব্যবহার করে মেরামত করেন। এই সড়কটি ফুলবাড়ী সদর ইউনিয়নের ১০-১২টি গ্রামের বাসিন্দা, বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার মানুষ এবং কাশিপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের পথ। প্রবল বর্ষণে সড়কের একটি বড় অংশ ধসে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের কোনও ব্যবস্থা নেয়নি। শিক্ষার্থীরা জানান, ‘শুধু হেলিপোর্ট সংলগ্ন সড়ক নয়, পর্যায়ক্রমে আমরা জনগণকে সাথে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সব সড়ক সংস্কারের কাজ করবো।’

কুড়িগ্রাম: একই সঙ্গে, কুড়িগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজনৈতিক ও অন্যান্য লিখন মুছে নতুন চিত্রকর্ম আঁকছেন। শনিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে স্বাধীন বাংলার ছবি এবং নানা স্লোগান ফুটিয়ে তোলেন। শিক্ষার্থীরা জানান, ‘আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কর্মসূচি, বাজার মনিটরিং, সংখ্যালঘুদের পাশে অবস্থান এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য কাজ করছি।’

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সড়কে বিশৃঙ্খলা ও যানজট নিরসনে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করছে। শনিবার সকাল থেকে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে এবং হেলমেট পরে মোটরসাইকেল চালানোর এবং অটোরিকশা চালকদের সড়কের যত্রতত্র দাঁড়িয়ে না থাকার অনুরোধ করেন। কাপাসিয়া বাজারের ব্যবসায়ীরা শিক্ষার্থীদের উদ্যোগে মুগ্ধ হয়েছেন। শিক্ষার্থীরা বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং চাঁদাবাজি প্রতিরোধের আহ্বান জানান।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়, শিক্ষার্থীরা ময়লার ভাগাড় পরিষ্কার করতে নেমেছে। সরকারি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি, শিক্ষার্থীরা পৌরসভার সদর রোড ও বাসস্ট্যান্ড বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। বৈরী আবহাওয়ার মধ্যে কাজ করে তারা এলাকার সড়ক ও বাজার পরিষ্কার করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দিকনির্দেশনা অনুযায়ী উপজেলার সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছি এবং প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেয়ার চেষ্টা করছি।’

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে দূর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সদর থানা ও পৌরসভা পরিষ্কারে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। পাশাপাশি শহীদ মিনার ও পৌরসভার তিন তলা ভবন পরিষ্কারের কাজেও অংশ নেয় তারা। শিক্ষার্থীদের এই উদ্যোগে ছাত্র-ছাত্রী সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে। তারা জানায়, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও জনস্বার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া জরুরি, তাই এই পরিচ্ছন্নতা কার্যক্রমে তারা নিবেদিত। পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত তাদের এই উদ্যোগ চলবে বলে জানান শিক্ষার্থীরা।

এই সামাজিক উদ্যোগগুলো শিক্ষার্থীদের দায়িত্বশীলতা এবং জনসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে, যা স্থানীয় সমাজের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মাদারীপুর: মাদারীপুরে র‍্যাব ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকালে শহরের পুরান বাজারের কাঁচাবাজার থেকে শুরু করে দিনব্যাপী চলে এ কার্যক্রম। পরে চালের আড়ত, মাছ বাজার ঘুরে দেখেন তারা। এ সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাড়তি দাম রাখা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। এ সময় র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত, সিনিয়র পুলিশ সুপার তুহিন রেজা, উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন, ডিএডি রেজাউল ইসলাম, সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।সেীজন্যে-দৈনিক ইত্তেফাক

 

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১