দিরাই উপজেলা প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে দেশের ১৫০ টি উপজেলার শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতার আওতায় আনা হচ্ছে। তার মধ্যে রয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলা। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় দিরাই গণমিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত জি টু পি (গর্ভমেন্ট টু পার্সন) বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা'র সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন সূত্রধর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমেদ বেগ, মুজিবুর রহমান, রেজুয়ান হোসেন খান, আব্দুল কুদ্দুস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর হেলেনা বেগম খেলা, উদ্দোক্তা মো. তবির আহমদ প্রমুখ। শতভাগ ভাতার আওতায় আসা উপজেলাগুলোর মধ্যে দিরাই অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে দিরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা বলেন, জনপ্রতিনিধিদের বলা হয়েছে প্রতিটি ঘরে ঘরে এ তথ্য পৌঁছে দিতে। যাতে একটি লোকও আবেদন করা থেকে বাদ না পরে। মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই ভাতা পেতে কোন টাকা পয়সা লাগবে না জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বয়স্ক ভাতার জন্য পুরুষের কমপক্ষে ৬৫ বছর, মহিলাদের ৬২ বছর ও স্বামী নিগৃহীতা মহিলাদের ১৮ বছর হতে হবে। ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তি যে কোনো অনলাইন ডিভাইস থেকে আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কিত তথ্যাবলী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সমাজসেবা কার্যালয় থেকে জানা যাবে বলে জানান তিনি।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪