শিশির কুমার অধিকারী,দিরাই প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরের দিকে দিরাই-মদনপুর সড়কের বাগবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।দুর্ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।জানা গেছে, সিলেট-জ ০৪-০০৭৫ নম্বরের গেইটলক গাড়িটি বেলা ১১টায় সিলেট থেকে যাত্রী নিয়ে দিরাইয়ের উদ্দেশ্য রওনা হয়।গাড়িতে থাকা যাত্রীরা জানান,বেপরোয়া গতিতে চালক বাসটি চালাচ্ছিল।দিরাই বাস স্ট্যান্ডের মাত্র ১ কিলোমিটার দুরত্বে পৌঁছার পর সিএনজিকে ওভারটেক করেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
দিরাই হাসপাতাল সূত্রে জানা যায়,সড়ক দুর্ঘটনায় দিরাই চন্ডিপুর গ্রামের মো,সালমান,দোওজ গ্রামের মীম রায়,টুকদিরাই গ্রামের পারভিনা বেগম,দত্তগাঁও গ্রামের নিরঞ্জন,ধল গ্রামের সাবিনা,শাল্লা উপজেলার ইয়ারাবাজ গ্রামের শিশু ইমাদ হাসান,তামিম হাসান ও তাদের দাদী মেহেরা বেগম,হবিবপুর গ্রামের নিয়তি দাস,শিশু চিরঞ্জীব দাস চিকিৎসাধীন আছেন।তাদের মধ্যে গুরুতর আহত পারভিনাসহ ২জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাইদুল ইসলাম বলেন,এদুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাই।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪