শান্তিগঞ্জ প্রতিনিধিঃদক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্রীনাথপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিভাবক রাহেনা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শ্রীনাথপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী (একই গ্রামের) মৃত. খেরাই উল্লার ছেলে মো. রবিউল ইসলাম (৩০) নগদ ব্যাংকিংয়ের মাধ্যমে আসা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছেন।
অভিযোগকারী অভিভাবক রাহেনা বেগম অভিযোগে উল্লেখ করেন, চলতি বছর সরকারি উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য নগদ অ্যাপসের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক ও দপ্তরীদের মাধ্যমে নগদ ব্যাংকিংয়ের হিসাব খোলা হয়। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক ও দপ্তরী তাদের মোবাইল ব্যাংকিংয়ের পিন নাম্বার নিজেরদের কাছে রেখে দেন। তাঁর বড় মেয়ে উছমা বেগম (১১) ৩য় শ্রেণি, ছেলে পারভেজ মিয়া (৮) ২য় শ্রেণি ও ছেলে পাবেল মিয়া (৬) ১ম শ্রেণির শিক্ষার্থী। তিন ছেলে-মেয়ের উপবৃত্তির জনপ্রতি দুই হাজার চারশত টাকা করে মোট সাত হাজার দুই শত টাকা তার মোবাইলে আসে। কিন্তু পিন নাম্বার না থাকায় টাকা উত্তেলনের জন্য তিনি বিদ্যালয়ের দপ্তরীর কাছে যান। দপ্তরী প্রথমে ছয় শত টাকা এবং পরে আরো নয় শত টাকা মোট এক হাজার পাঁচশত টাকা উত্তোলন করে অবশিষ্ট টাকা আত্মসাৎ করেছে।
তার প্রতিবেশী নাসির মিয়া ও রফতা বেগমের ছেলে কাওছার মিয়া (৭) ১ম শ্রেণী ও মেয়ে নিলুফা বেগম (১২) ৪র্থ শ্রেণীতে বিদ্যালয়ে লেখপড়া করছে। তাদের ছেলে মেয়ের সম্পূর্ণ টাকা দপ্তরী আত্মসাত করেছে।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকগণের যোগসাজসে শ্রীনাথপুর গ্রামের আব্দুস সালাম, মানিক মিয়া, সাহেদা বেগম, নুন নেহার বেগম, বাছিরুন, আকলিমা বেগম, সরুফা বেগম, সাফি বেগম, রফতান বেগম, রেজাউল, কামার মিয়া, সেলিনা, সাহেনা, এনামুল, খালেদ, শাহ হোসেন, সজলু মিয়া সহ তাদের ছেলে-মেয়েদের উপবৃত্তির সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে দপ্তরী। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করলেও দপ্তরী মো. রবিউল ইসলাম তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়।
তবে মোঃ. রবিউল ইসলাম অভিযোগের বিষয়ে এ প্রতিবেদককে বলেন অভিযোগ মিথ্যা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কমেন্ট করুন