তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সদর ইউনিয়ন বিএনপি’র ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সু-সংগঠিত ও গতিশীল করে তোলার লক্ষ্যে বুধবার বিকালে টিএন্ডটি অফিস প্রাঙ্গণে সভা হয়।
তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সাজিদুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শিপলু, বিএনপি নেতা ইউপি সদস্য আলী আবদাল খোকন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নুরু মিয়া প্রমুখ
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪