তাসনুভা আলম মীমঃ-তাহিরপুর উপজেলায় ২০সেপ্টেম্বর কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্যসেবা বিষয়ক মা সমাবেশে জৈতাপুর, লাউড়েরগড় ও বিন্নাকুলি কমিউনিটি ক্লিনিক সমুহে গর্ভবতী/প্রসূতি মাকে এনসি/পিএনসি সেবা দেওয়া হয়েছে।
কমিউনিটি ক্লিনিকে মা সমাবেশে উপস্থিত গর্ভবতি ও সাধারণ মা'কে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডা. রিয়াজ উদ্দিন।
সহযোগিতায় ছিলেন সিএসবিএ কাম এমএইচভি আয়েশা ছিদ্দিকা। সমাবেশে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উক্ত কমিউনিটি ক্লিনিকে একট বিপি মেশিন প্রদান করেন এবং উপস্থিত গর্ভবতিদের মধ্য থেকে ১০ জন গর্ভবতি মাকে একটি করে ম্যালেরিয়া প্রতিরোধি মশারি বিতরন করা হয়।
মা সমাবেশ পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব বিকাশ রঞ্জন তালুকদার,এইচ আই সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সহকারী,এমদাদুল হক, স্বাস্থ্য সহকারী ও এমএইচভিবৃন্দ, লাউড়েরগড় সিসি।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪