তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আফতাব উদ্দিন । ৫৩ টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকে আফতাব উদ্দিন ১৩ হাজার ৯ শত ৬ ভোট বেশি পেয়ে বিজয়ী লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন চশমা প্রতীকে ৩৯ হাজার ৫শত ৩০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আইরিন আক্তার কলস প্রতীকে ৩৫ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১ টায় সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী তাদের সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।
দ্বিতীয় ধাপে ষষ্ঠ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন গতকাল ২১ মে মঙ্গলবার উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৫৩ টি ভোট কেন্দ্রে সকল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলার ৫৩ টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফলে ৩৭ হাজার ৪শত ৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫শত ৩০ ভোট। চেয়ারম্যান পদে বোরহান উদ্দিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২৭১১ ভোট , আবুল কাশেম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৪৬০ ভোট , মিটু রঞ্জন পাল হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭৬১ ভোট ও আলী মর্তুজা গোড়া প্রতীকে পেয়েছেন ৬২ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। এর মধ্যে উপজেলার ৫৩ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন চশমা প্রতীকে ৩৯ হাজার ৫শত ৩০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার মাইক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮শত ৮৪ ভোট, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯শত ৪১ ভোট ও তৃতীয় লিঙ্গের প্রার্থী আবু সায়িদ মিয়া( স্বর্ণালি) টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬শত ৪০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এর মধ্যে উপজেলার ৫৩ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী আইরিন আক্তার কলস প্রতীকে ৩৫ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুষমা জাম্বিল ফুটবল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ০৫২ ভোট ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৮২ ভোট
তাহিরপুর উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ২৭৬ জন এবং নারী ৭৬ হাজার ৯৭৫ জন। হিজরা ভোটার আছে ৩ জন। উপজেলার ৭ ইউনিয়নে ৫৩টি ভোটকেন্দ্র রয়েছে।
কমেন্ট করুন