মনিরাজ শাহ (তাহিরপুর)সুনামগঞ্জ
আলম সাব্বির তাহিপুর(সুনামগঞ্জ) ঃ তাহিরপুরে ২৩টি হাওরের বোরো ফসল কাটা শেষ প্রায় শেষ । এরই মধ্যে ৯৮ শতাংশ আবাদি জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। কিষান-কিষানিরা এখন ধান শুকানো ও মাড়াই কাজে ব্যস্থ সময় পার করছেন। বোরোর বাম্পার ফলনে খুশি হাওরবাসীও।
গত মঙ্গলবার ও বিভিন্ন হাওর এলাকা ঘুরে দেখা গেছে, মাড়াই ও শুকানো শেষে ধান গোলায় তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্থ সময় পার করছেন কিষান-কিষানিরা। এ ছাড়া উপজেলার সর্ববৃহৎ ছোটবড় ২৩টি হাওরের ধান কাটা প্রায় শেষ। আগাম বন্যা ও শিলাবৃষ্টির মতো দুর্যোগে নষ্ট হওয়ার আগেই ধান ঘরে তুলতে প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করে মাঠে ছুটছেন হাওরপাড়ের কৃষকেরা।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রকৃতি অনুকূলে থাকায় এবার বৈশাখ মাস শেষ হওয়ার আগেই ধান কাটা শেষ হচ্ছে।তারা জানান,এ উপজেলায় সাধারণত চৈত্রের শেষদিকে বোরো ধান পাকতে শুরু করে। বৈশাখ মাস জুড়ে ধান কাটার ধুম পড়ে। পুরো ফসল গোলায় তুলতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লেগে যায়। অন্য বছরের তুলনায় এবার বৈশাখ মাসেই ধান গোলায় তোলার কাজ শেষ হয়ে যাবে।
শনি হাওরের ভাঠি তাহিরপুর গ্রামের কৃষক ইসাক মিয়া জানান,তিনি ৪০ কেয়ার (৩০ শতকে ১ কেয়ার) জমিতে বোরো আবাদ করেছিলেন।এরই মধ্যে ৩৮ কেয়ার জমির ধান কাটা শেষ। বাকি জমিতে এক-দুই দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন,অন্য বছর বোরো ফসল গোলায় তুলতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাগত। এ বছর মনে হচ্ছে বৈশাখেই শেষ হবে।
মাটিয়ান হাওরের কৃষক আব্দুল মান্নান জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে বোরো আবাদ করে আসছেন। এবারের মতো এত আগে ফসল ঘরে তুলতে পারেননি। ফলনও খুব ভালো হয়েছে। এবার তিনি মাটিয়ান হাওরে ২৪ কেয়ার জমিতে বোরো আবাদ করেছেন। ধান কাটাও শেষ। এখন মাড়াই আর শুকানোর কাজ চলছে।
তাহিরপুরের হাওর বাঁচাও আন্দোলন এর যুগ্ম আহাব্বায়ক মোজাম্মেল হক নাছরুম জানান,আবহাওয়া অনুকূলে থাকায় ভালোয় ভালোয় ধান গোলায় তুলতে ব্যস্থ সময় পার করছেন কৃষক পরিবারের মানুষজন।হাওরের ধান কাটা ৯৮শতাংশ শেষ হয়ে গেছে। এ বছর বোরোর ভালো ফলনে হাওরবাসী খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা বলেন,উপজেলায় হাওরে চলতি মৌসুমে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে ইরি-বোর ধান চাষ করা হয়েছে। এতে ৮০ হাজার মেট্রিকটনের বেশি চাল উৎপাদন হবে। যার মূল্য ২শ ৪৪ কোটি ৮০ লাখ টাকার বেশি। প্রায় ৯৮ শতাংশ আবাদি জমিতে ধান কাটা শেষ হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে অবশিষ্ট ধান কাটা শেষ হয়ে যাবে।বাম্পার ফলনের কারণে এবার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।আমরা চাষাবাদের শুরু থেকেই কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি।
কমেন্ট করুন