কামাল হোসেন রাফি,স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল ও হেন্ড ট্রলির মুখোমুখি সংর্ঘযে ট্রলির চাপায় কুদ্দুস মিয়া(২১) নামের এক যুবক নিহত এবং মোটরসাইকেলে থাকা তারেক নিয়া(২০) গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত যুবক কুদ্দুস মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে ও গুরুতর আহত যুবক তারেক দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসিউর রহমানের ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ (৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও বাজারের উত্তর পাশে বাদাঘাট টু বড়ছড়া সড়কে। তবে ঘটনার পর থেকেই ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে বলে জানা গেছে। এ খবর পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন ঘটনার স্থল পরিদর্শন করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, বাদাঘাট বাজার থেকে কেনাকাটা শেষে কুদ্দুস মিয়া ও তারেক মিয়া আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যুগে তাদের বাড়ি যাওয়ার পথে বাদাঘাট টু বড়ছড়া সড়কের শিমুল বাগান সংলগ্ন মানিগাও বাজারের উত্তর পাশে বিপরীত দিক থেকে আসা একটি হেড ট্রলি মানি মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দিলে এ সময় মোটরসাইকেলের ড্রাইভার কুদ্দুস মিয়া ট্রলির নিচে চাপা পারে ঘটনার স্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা তারেক মিয়া ট্রলির চাকা ও ট্রলির মধ্যে বারি খেয়ে ছিটকে পারে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে আসলে তাদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে সুনামগঞ্জ যাওয়ার পথে বিশ্বম্ভরপুর হাসপাতালে তাদের দুজনকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুস মিয়াকে মৃত ঘোষণা করেন। এবং আহত তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, খবর পুলিশ পেয়ে ঘটনার স্থলে পরিদর্শন করেন। এবং লা উদ্ধারে ও ট্রলির ড্রাইভারকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪