তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়,১২কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে,৫৩ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা রায়হান কবির ।
আজ শনিবার( ১২ মার্চ )সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধ ৬৩ নং পিআইসি আলমখালী, স্লুইস গেইট,বনুয়ার ভাঙা ক্লোজার ৫৩ নং পি আ ই সি সহ ৫২ ,৫৪ ,৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩,৬৪,৬৫,৬৬,এই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাজ পরিদর্শন করেন ।
এসময় উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার,পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আশাদুর জামান,সাংবাদিক শামছুল আলম আখঞ্জী,৮নং ওয়ার্ডের ইউ/পি সদস্য দেলোয়ার হোসেন তালুকদার,আনসার বাহিনীর সদস্য,পি আইসি সভাপতি মতিউর রহমান,মহিবুল আলম দিলসাদ খান উজ্জ্বল মিয়া প্রমুখ।
বেড়িবাঁধ পরিদর্শনের ফাঁকে মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ গুংগিয়াজুরী কালভার্ট টি সরজমিনে পরিদর্শন করেন তিনি।
কমেন্ট করুন