ষ্টাফ রিপোটার ঃ
১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস এবং২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো. আলাউদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিব আহমদ, উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার আহমদ, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রৌজ আলী, তাহিরপুর থানা এস আই সাইদুর রহমান, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সিপি অফিসার এন্তনি রংদী,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন সহ উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪