তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন ও ভার্চুয়েলি আলোচনা সভা অনুষ্টিত। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করা হয়। প্রতিকৃতিতে প্রথমে পুস্প স্থবক অর্পন করেন তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপেিজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,সহকারী কমিশনার(ভূমি) মো. আলা উদ্দিন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক অনুপম রায়,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল কবীর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমূখ। পুস্পস্থক অর্পন শেষে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক অনুপম রায়ের সঞ্চালনয় উপজেলা নিবাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে এক ভার্চুয়েল আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধেু চৌধুরী বাবুল। সভায় সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
কমেন্ট করুন