তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি-ঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজাও দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি সোমবার(০২ আগষ্ট) ভোর রাত ৩টার সময় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।
বিকাল সাড়ে ৩টায় সময় নিজ গ্রাম চানঁপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলাউদ্দিনের নেতৃত্ব পুলিশ বাহিনীর একটি চৌকশদল গার্ড অব অনার প্রদান করে। এসময় হাজী মোহাম্মদ রৌজ আলী (সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার)সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলী উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন চানপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে শারীরিক নানান অসুস্থতার পাশাপাশি সম্প্রতি মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় ছিলেন। তিনি দু ছেলে,স্ত্রী সহ আত্মীয় স্বজন রেখেগেছেন।
কমেন্ট করুন