তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
জীবনকে ভালবাসুন মাদক থেকে দুরে থাকুন এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক বিরোধী ছাত্র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল তিনটায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন ব্রাহ্মণ্যগাঁও আর্দশ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকদ্রব্য অধিদপ্তর ও প্রচেষ্টা সেচ্ছা সেবক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো ইকবাল কবির ভূঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,ব্রাহ্মণ্য গাও আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান,স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪