কামাল হোসেন রাফি ::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা জাদুকাটা নদী বাংলা কয়লা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড এর ২০২২ ইং সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ বিল্লাল হোসেন চেয়ার মার্কায় ৩৫৭ ভোটের মধ্যে ১৬৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোঃ রহিছ মিয়া টেবিল মার্কায় ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
জাদুকাটা নদী বাংলা কয়লা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের কর্যকারী কমিটি গঠনের লক্ষে ৩ টি পদে আজ(২৩ ফেব্রুয়ারী বুধবার) সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত সমিতির ৩৫৭ জন সদস্যের মধ্যে ৩২৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কমিটির সভাপতি, সহ সভাপতি ওসাধারণ সম্পাদক পদে ৩ জনকে নির্বাচিত করেন। এবং সিলেকশনে মাধ্যমে আজিদ মিয়া, নুর ইসলাম, আবুল কাশেম, আক্তার হোসেন, মরম আলী সহ ৬ জনকে কমিটির সদস্য নির্বাচন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ৩ জন মোঃ বিল্লাল হোসেন (চেয়ার), মতিবুর রহমান (গরুর গাড়ি) ও মোঃ জজ মিয়া(ছাতা) মার্কায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ার মার্কায় নিয়ে বিল্লাল হোসেন ৩২৩ ভোটের মধ্যে ১৬৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিবুর রহমান গরুর গাড়ি মার্কায় পেয়েছেন ১৪৯ ভোট।
এবং সহ সভাপতি পদে ২ জন এরশাদ মিয়া(মোরগ) ও আবুল বরকত (আনারস) মার্কায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আবুল বরকত (আনারস) মার্কায় ৩২৩ ভোটের মধ্যে ১৯০ ভোট পেয়ে সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এরশাদ মিয়া(মোরগ) মার্কায় পেয়েছেন ১২৭ ভোট। ও সাধারণ সম্পাদক পদে ৩ জন নানু মিয়া (গোলাপ ফুল), রহিছ মিয়া (টেবিল) ও হাবিবুর আলম (বই) মার্কায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রহিছ মিয়া (টেবিল) মার্কায় ৩২৩ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জন নানু মিয়া (গোলাপ ফুল) মার্কায় পেয়েছেন ১২৪ ভোট। এবং হাবিবুর আলম (বই) মার্কায় পেয়েছেন ৫৬ ভোট।
জাদুকাটা নদী বাংলা কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কমিটি সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে ৩ সদস্যের একটি নির্বাচন কমিটি উক্ত নির্বাচনে দায়িত্ব পালন করেন। এর মধ্যে নির্বাচন পরিচালনার কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন সুব্রত দাস। এবং মোঃ উসমান গণি ও সুমন মিয়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
কমেন্ট করুন