তাহিরপুর,সংবাদদাতাঃ- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে গনপিটুনীতে এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
জানাগেছে,উপজেলার একই গ্রামের আওয়ামীলীগ নেতা মোর্শারফ হোসেনও মজিবুর রহমান ওরফে(বাইট্টা)’র সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রæতা চলে আসছিল। এর ধারাবাহিকতায় ২৪ এপ্রিল গভীর রাতে মজিবুর রহমানের ছেলে মানসিক বিকারগ্রস্ত সাকিব হাসান(২২)মোর্শারফ হোসেনের ছোট ভাই মহিনুর হোসেনের টয়লেেেটর ছাদে উঠে তাদের বাড়িতে ভাউন্ডারির ভিতরে প্রবেশের চেষ্ঠা করে। পিছন পিছন তার বাবা মজিবুর রহমান তার ছেলেকে নেমে আসার জন্য বল্লে তাকে নামাতে বিফল হলে পাশের বাড়ির মাহমদ নামক জনৈক ব্যক্তিকে এনে টয়লেটের ছাদ থেকে নামাতে চেষ্ঠাকরে।
এসময় মহিনুর হোসেন সহ বাড়ির লোকজন সজাগ হয়ে ছাদের উপড় থেকে তাকে নামিয়ে সারারাত বেধরক মারপিট করে হাত পা ভেঙ্গে ২৫ এপ্রিল মঙ্গলবার ভোরে সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভুয়া পরিচয়ে ভর্তি করালে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে তাৎক্ষনাৎ সাথে থাকা লোকজন মৃত ব্যাক্তিকে ফেলে রেখে পালিয়ে যায়।এঘটনার পর নিহতের বাবা মজিবুর সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ সনাক্ত করে।
এবিষয়ে তাহিরপুর থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরাএসংবাদ জানার পর উর্ধতন কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।লাশের সুরতহাল প্রক্রিয়াধীন রয়েছে, নিয়মিত মামলা হলে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসব আমরা।
কমেন্ট করুন