তাহিরপুর টাঙ্গুয়ার হাওর নজরখালী বাধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার পর ভারী বৃষ্টিপাতে সমতলে পানি বৃদ্ধি পাওয়ায় কন্ট্রোল রুম খোলা সহ পিআইসিদের প্রতি ৫ নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীর।নির্দেশনা সমুহ-
১।নদীর পানি বৃদ্ধি পাওয়ায়, হাওরের ফসল রক্ষা বাঁধকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। সভাপতিসহ পিআইসির প্রত্যেক সদস্যকে নিয়মিত বাঁধে উপস্থিত থাকতে হবে।
২। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় বাঁশ, বস্তা, চাটাই ও জনবল প্রস্তুত রাখতে হবে।
৩। বাঁধের গোড়া/মাটির ভেতর দিয়ে কোনো ভাবেই যেন পানি চুইয়ে হাওরে প্রবেশ না করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৪। বাঁধে ছোট/বড় ফাটল দেখা দিলে সাথে সাথে পিআইসি কমিটির সকলকে ও সংশ্লিষ্ট কৃষকদের নিয়ে বন্ধ করতে হবে।
৫। হাওর রক্ষা বাঁধ সংক্রান্ত গঠিত কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় তথ্যের আদান-প্রদান করা।
পরিশেষে আগাম বন্যার হাত থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর অশেষ রহমতে কৃষকের মহা মূল্যবান বোরো ধান রক্ষা পায় সেই প্রার্থনা করেন তিনি।(প্রেস বিজ্ঞপ্তি)
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪