জগন্নাথপুর সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় ৭ ইউনিয়নে পৃথক আয়োজনে প্রত্যেক ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম কর্তৃক মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সকল প্রকার হিসাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া—হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর—শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গত ৩১ জানুয়ারি নবনির্বাচিত ৭ চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন এবং ২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
কমেন্ট করুন