ছাতক প্রতিনিধি:ছাতকে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের দেড় মাসেও গ্রেফতার করা হয়নি মামলার আসামী মাসুদ আহমদ। সে পৌর শহরের কুমনা-ভাজনা মহল এলাকার আনোয়ার হোসেনের ছেলে। ইতিমধ্যেই ধর্ষনের ঘটনাটি গ্রামের একটি মহল ধামাচাপা দেয়ার জন্য জোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, গত ১২ জুন উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে নিয়ে যায় মাসুদ।
পরের দিন ওই কিশোরীর চাচা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
১৬ জুন ওই কিশোরীকে পেপারমিল এলাকার একটি চায়ের দোকানে নিয়ে আসলে এলাকার লোকজনের সন্দেহ হলে তাদেরকে স্থানীয় সুনু মিয়ার বাড়িতে নেওয়ার পর কৌশলে সঠকে পড়ে মাসুদ।
ওই কিশোরী জানায়, পেপারমিলের একটি পরিত্যক্ত ভবনে তাকে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করেছে মাসুদ। খবর পেয়ে আবদুস শহিদ তার ভাতিজিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ১৮ জুন এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে মাসুদ আহমদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের দেড় মাস অতিবাহিত হলেও আসামী মাসুদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দিপঙ্কর বিশ্বাস বলেন, আসামী মাসুদ আহমদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
কপি রাইটসঃ লাউড় বিডি নিউজ ২৪