স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, বিশ্বম্ভরপুরে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র আয়োজনে হাওর সমস্যা সমাধানে নাগরিক সমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার(২৫এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজি’র এম্বাসাডর অবঃ হাবিলদার মুর্শেদ। দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক ও পিএফজি’র সদস্য আনোয়ার হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের সভাপতি মোঃ আবু সুফিয়ান। আরো বক্তব্য রাখেন পিএফজি’র উপজেলা সমন্বয়কারী প্রভাষক শেখ এটিএম আজরফ, উপজেলা আঃলীগ সাবেক সাধারণ সম্পাদক দিলীপ বর্মন, জাতীয় পার্টির উপজেলা শাখার সদস্য সচিব আঃ কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, উপজেলা বিএনপি নেতা আঃ ছাত্তার, আবু জাফর ওসমানী, জেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ হাওর অঞ্চলের বোরো ফসল রক্ষার জন্য স্থায়ী সমাধান, নদীখননসহ হাওর অঞ্চলের কৃষক জনতার জীবন যাত্রার মান উন্নয়নে নানা উদ্যোগ ও দাবী তুলে ধরে তা সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ বরাবর পৌঁছে দিতে হবে মত প্রকাশ করেন। হাওর সমস্যা সমাধানের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
কমেন্ট করুন