শওকত হাসান তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন,টাংগুয়ার হাওরের জন্য সুনামগঞ্জকে আজ সারাবিশ্বে চেনে। টাংগুয়ার হাওরের জীববৈচিত্র আমাদের সকলকে রক্ষা করতে হবে।যেখানে-সেখানে পানির বোতল,কোকের বোতল,পলিথিন ব্যাগ,প্লাাস্টিকের ওয়ানটাইম গøাস,প্লেটসহ প্লাস্টিকের জিনিসপত্র ফেলা যাবেনা। প্রত্যেকটা পর্যটকবাহী নৌকায় আবর্জনা ফেলার বিন রাখতে হবে। তিনি আরোও বলেন,হাওরে ইঞ্জিন চালিত নৌকা যেমন পরিবেশ নষ্ট করে ঠিক তেমনি মাছেরও ক্ষতি হয়। এতে হাওরে আস্তে আস্তে মাছ শূন্য হয়ে যাচ্ছে। আগামী বছর থেকে ইঞ্জিন চালিত নৌকা একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে এবং হস্ত চালিত নৌকায় পর্যটকরা হাওর ভ্রমণ করবেন।আগামী মৌসুমের আগেই পর্যটকবাহী সকল নৌকা রেজিস্ট্রেশন এর আওতায় নিয়ে আসা হবে।শনিবার সুনামগঞ্জের তাহিরপুর টেকেরঘাটে হাওর পরিচ্ছন্ন অভিযান এর শুভ উদ্বোধনে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি সবাইকে সাথে নিয়ে হাওরে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র তুলে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন করেন এবংতিনি পর্যটকবাহী নৌকার বিভিন্ন নৌকায় গিয়ে মাঝিদের সাথে কথা বলেন। তারা যেন অপচনশীল প্লাস্টিকের বোতল, কোকের বোতল, ওয়ান টাইম গ্লাস,প্লেট হাওরে না পেলেন এবং পর্যটকদেরর যেন ফেলতে না দেন সে বিষয়ে খেয়াল রাখতে বলেন।
উদ্বোধনে সাথে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কাবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন,সাধারণ সম্পাদক অমলকান্তি কর, পরিবেশও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম,শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খছরুআলম,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল রায়,টেকেরঘাট পুলিশ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
কমেন্ট করুন