মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে অবাধে চলছে অটোরিকশাও টমটম। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত এসব যানবাহন। মাধবপুর পৌরশহর সহ উপজেলার সবগুলো ইউনিয়নের অলিগলি ও ঢাকা-সিলেট মহাসড়কে এখন এ-সব যানবাহনের রাজত্ব।ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচলের ফলে বেড়ে চলছে যানযট। দূরপাল্লার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে না, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। অনেক অসুস্থ রোগী অটোরিকশার এলোমেলো চলাফেরা ও যানযটের কারনে জরুরি সেবা গ্রহনের জন্য এম্বুলেন্স বা অন্য কোন যানবাহনে করে হাসপাতালে যেতে বাধাগ্রস্ত হচ্ছে।
কমেন্ট করুন