অরুন চক্রবর্তী,সুনামগঞ্জ
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও স¤প্রচার মন্ত্রনালয় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে পিটিআই স্কুলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মো.জসীম উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। এছাড়াও পিটিআই শিক্ষক স্বার্ণালী দাস ঝরা ও রফিকুল হক পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য উপ-পরিচালক মো.আব্দুস ছাত্তার (রু:দা), অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সাইদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম আব্দুর রহমান, পিটি আই এর শিক্ষক রাকিবুল আলম ভুইয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এসময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের উন্নয়নে কাজ করেছেন। দেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার দেশের নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বিনামূল্যে করোনা টিকা মানুষের জীবনরক্ষার জন্য সরকার দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের কাছে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিচতি লাভ করতে সরকার দেশের সকল ক্ষেত্রে পরিবর্তন এনেছেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন সুয়য়নী দাস। আলোচনা অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সংঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সম্পাতি হয়। অনুষ্ঠানে ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
কমেন্ট করুন