স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর:
বিজয়ের ৫০ বছরপুর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সোনারবাংলা গড়ার অঙ্গীকারে ঝাক জমক পূর্ণ বর্ণাঢ্য নানা আয়োজনে বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) দিবসের কর্মসূচি ছিল। ৩১ বার তোপাধ্বনী,কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্থপক অর্পন, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, মাঠে কুচকাওয়াজ, শপথ বাক্য পাঠ, ডিসপ্লে, খেলাধুলা, পুরস্কার বিতরন, আলোচনা সভা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত প্রার্থনা, আলোকসজ্জা, হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন, কাবাডি খেলা, ব্যাটমিন্টন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্থপক অর্পন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, থানাপুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন,উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,শিল্পকলা একাডেমী,উপজেলা প্রেসক্লাব,উপজেলা ক্রীড়া স্ংস্থা, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্থপক অর্পনের পর উপজেলা প্রশাসনেরআয়োজনে মাঠে খেলাধুলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বিভিন্ন অনুষ্টানমালা সুন্দর ভাবে উদযাপন করা হয়।
দুপুরে উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্টান ও দিবসের তাৎপর্য তুলেধরে এবং দেশকে সোনার বাংলায় গড়ার অঙ্গীকারে আলোচনা সভা অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফরউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধামোঃ তাজ্জত খান,থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।বিকাল সাড়ে ৪টায় উপজেলা পলাশ মাঠে উপজেলার বিভিন্নশ্রেণী পেশার দুই হাজার জন সাধারন সমবেত হয়ে বিজয়ের সুবর্নজয়ন্তী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ অনুষ্টানে অংশ
গ্রহন করেন।সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান হয় এবং বিশেষ ভবনে আলোক সজ্জা করা হয়।
কমেন্ট করুন