সিমান্ত প্রতিবেদক
সুনামগঞ্জ ২৮ বিজিবির বিভিন্ন ক্যাম্পের জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সহ ভারতে পাচারকালে বাংলাদেশের পন্য আটক করেছে।
ডুলুরা বিওপির টহল দল ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ ১৬৪০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/১৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৮১ কেজি বাংলাদেশী মাছ আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৪৮০ টাকা।
মাঠগাঁও বিওপির টহল দল ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ ১৮৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৫ এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও নামক স্থান হতে ২৪১৫ পিস ভারতীয় কমলা এবং ২৮০ পিস আপেল আটক করে, যার আনুমানিক মূল্য ৫৩,৯০০ টাকা।
ডুলুরা বিওপির টহল দল ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ ০০১০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/১-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের পশ্চিম ডুলুরা নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৯০,০০০ টাকা।
লাউড়গড় বিওপির টহল দল ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ ০৪০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০৭ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান হতে ১৪০ বোতল ভারতীয় মদ এবং ০১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ৩,০০,০০০ টাকা।
ডুলুরা বিওপির টহল দল ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ ০৪৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১২/৭-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের পূর্ব ডুলুরা নামক স্থান হতে ১৮০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১৮,০০০ টাকা।
চাঁনপুর বিওপির টহল দল ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ ০৪৪৫ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ০৫টি ভারতীয় কম্বল আটক করে, যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ ০৫০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১০১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১,৫১,৫০০ টাকা।
সর্বমোট সিজার মূল্য- ৬,৩৯,৮৮০ টাকা। আটককৃত ভারতীয় মদ ও মটর সাইকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং চিনি, কম্বল, কমলা, আপেল, গরু, বাংলাদেশী মাছ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে মো: মাহবুবুর রহমান, পিবিজিএম পরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানিয়েছেন।
কমেন্ট করুন