লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
বিজিবির টেকেরঘাট বিওপির টহল দল গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৭৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৭৫০ – টাকা।
একই দিন ডুলুরা বিওপির টহল দল রাত ২ টায় সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাংগীর নগর ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ২,০০০ ঘনফুট ভারতীয় পাথর এবং ১টি ইঞ্জিনসহ স্টীলবডী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৭৪,৫০,০০০/- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৫০০- টাকা।
এদিনই বাগানবাড়ী বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৬০০ কেজি বাংলাদেশী মটর বুট আটক করে, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ৬ ডিসেম্বর রাত ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৩৫,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৫৯,৫০০- টাকা।
বাঁশতলা বিওপির টহল দল ৬ ডিসেম্বর রাত ১১টায় দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাজার নামক স্থান হতে ২০০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,০০০- টাকা।
আটককৃত ভারতীয় কয়লা, পাথর, চিনি, ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা, বিড়ি এবং বাংলাদেশী মটর বুট শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মাহবুবুর রহমান।
কমেন্ট করুন