লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:-
সুনামগঞ্জ ২৮বিজিবি ব্যাটালিয়ান নিয়ন্ত্রিত চারাগাঁও বিওপির টহল দল ১৭সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ১ হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে,যার আনুমানিক মূল্য ১৩,হাজার টাকা।
ডুলুরা বিওপির টহল দল ১৭ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ বালু সংগ্রহের দায়ে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ১০০ ঘনফুট ভারতীয় বালু এবং ইঞ্জিনসহ ১টি কাঠের নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ,২,হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল ১৭ সেপ্টেম্বর ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫১ হাজার,২শ- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ১৮ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ২০, হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৩৪,হাজার টাকা।
বিরেন্দ্রনগর বিওপির টহল দল ১৮ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদসহ ০১টি মোটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ,৩৬ হাজার,৫শ টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ১৮ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭৩, হাজার ৫শ টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং নাসির বিড়ি, কয়লা, পাথর, ইঞ্জিনসহ কাঠের নৌকা, বালু, মোটর সাইকেল ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।
কমেন্ট করুন