লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ১৬ অক্টোবর দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলার আলেম ওলামাদের সঙ্গে এক বৈঠক করেন। সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল , সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলার ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, যুগ্ম সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা মোবাশবির আলী প্রমুখ।
উপস্থিত সবাই একমত পোষণ করেন যে, সমাজে শান্তি শৃংখলা স্থিতিশীল রাখতে সবাই কে যার যার অবস্থান থেকে ধৈর্য ও সহনশীলতার সাথে কাজ করার। শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ সমাবেশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
কমেন্ট করুন