লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জ ২৮ বিজিবি কর্তৃক ভারতীয় মদ সহ বাংলাদেশের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।বাগানবাড়ী বিওপির টহল দল ১৩ ডিসেম্বর দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ২০০ কেজি বাংলাদেশী মটর বুট আটক করে,যার আনুমানিক মূল্য ৮,০০০/- টাকা।
বাংগালভিটা বিওপির টহল দল একই দিন ধর্মপাশা উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ৪১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬১,৫০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ১৪ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ২৭০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৪৫,৯০০/- টাকা।
একই দিন টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ১০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৩,০০০/- টাকা।
ঐদিন টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ১২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,২৫০/- টাকা।
একই তারিখে পেকপাড়া বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ১টি ভারতীয় গরু (বাছুর) আটক করে, যার আনুমানিক মূল্য ১৮,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় গরু, বিড়ি, কয়লা এবং বাংলাদেশী মটর বুট শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।
কমেন্ট করুন