লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার মাসিক আইন শৃংখলা রক্ষা কমিটির সভা রবিবার সকাল ১০ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, পিডিবির নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার চেয়ারম্যান সফর উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, পরিচালক অমল কর,মুক্তিযোদ্ধা নুরুল মোমেন সহ অন্যান্য কর্ম কর্তা গণ।
সভায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থানান্তর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ধোপাজান নদীর বালুমহাল থেকে অবৈধ ভাবে বালু পাথর উত্তোলন বন্ধ সহ সকল অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেন। ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ করার নির্দেশ দেন। শহরে চুরি বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন। জগন্নাথপুর উপজেলার উপ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতার দাবি জানান। লোডশেডিং কমানোর জন্য সিদ্ধান্ত নেন ।
কমেন্ট করুন