তাসনোভা আলম,সীমান্ত প্রতিনিধিঃ-
গত ১৬ জুন হতে অতিবর্ষণের ফলে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়।উক্ত পরিস্থিতিতে মেজর জেনারেল সাকিল আহমেদ,এসপিপি,এনএসডব্লিউসি,এএফডব্লিওসি,পিএসসি মহা পরিচালক,বর্ডারগার্ড বাংলাদেশ
১০ জুলাই সাড়ে দশ ঘটিকায় বিজিবির নিজস্ব হেলিকপ্টার যোগে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর আগমন করেন।
ব্যাটালিয়ন সদর পরিদর্শন শেষে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ ডুলুরা বিওপি পরিদর্শন করেন এবং মহাপরিচালক ডুলুরা বিওপির অধীনস্থ সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত জমপদের পূর্ব ডুলুরা গ্রামের বন্যার্তদের মাঝে ২৫০টি পরিবারে ১ হাজার জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময়ে অতিরিক্ত মহা পরিচালক ( অপারেশন ও প্রশিক্ষণ ), রিজিয়ন কমান্ডার সরাইল, সেক্টর কমান্ডার বিজিবি সিলেট,পরিচালক,পরিকল্পনা পি এস টু ডিজি বিজিবি,পরিচালক (বিএসবি) এবং অধিনায়ক,২৮ বিজিবি ব্যাটালিয়ান সুনামগঞ্জ ও জনসংযোগ কর্মকর্তা সংগে ছিলেন।
কমেন্ট করুন