সুনামগঞ্জ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রামদার কোঁপে র্দূজয় মিয়া নামের আড়াই বছরের শিশু নিহত। এ ঘটনাটি ঘটেছে আজ (২৮ আগষ্ট শনিবার) বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার চামারদানি ইউনিয়নের আবিদ নগর নোয়াগাও গ্রামে। নিহত শিশু আবিদনগর নোয়াগাও গ্রামের মো. সালেক মিয়ার ছেলে। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে আবিদ নগর নোয়াগাও গ্রামের মো. সালেক মিয়ার সাথে একই গ্রামের মো. জয়নাল মিয়ার জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে প্রতিপক্ষ জয়নাল মিয়া তার বসত বাড়ি থেকে রামদা নিয়ে সালেক মিয়াকে মারার জন্য সালের বসত ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে সালেক মিয়াকে না পেয়ে ঘরে থাকা তার আড়াই বছরের শিশু সন্তান র্দূজয়কে রামদা দিয়ে মাথায় কোপ দিলে শিশুটি র্দূজয় ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদেত গ্রেফতারের চেষ্টা চলছে।
কমেন্ট করুন