লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ
দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা আজ রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, ২৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমান, ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত সোম মানস,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও সালমা পারভীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,প্রমুখ।
সভায় সুনামগঞ্জ জেলার বন্যার আশংকা থাকায় সকল উপজেলার ইউএনও এবং সকল ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সকল ধরনের প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহনের ও তথ্য জানান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। পৌরসভার মেয়র নাদের বখত ও জানান পৌরসভার পক্ষ থেকেও সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। শহরের জলা বদ্ধতা নিরসনে ড্রেন গুলো পরিষ্কার করার আহবান জানিয়েছেন। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির চেষ্টা করলে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করার কথা বলেন।
কমেন্ট করুন