লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রত্যয়ে জনতা ব্যাংক পি এল সি সুনামগঞ্জ কর্পোরেট শাখার অধীনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে শাখার নীচে একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় এটিএম বুথ উদ্বোধন করেন জনতা ব্যাংক পি এল সি সিলেট বিভাগের মহা ব্যবস্থাপক লিটন রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া অফিস সুনামগঞ্জের উপ মহা ব্যবস্থাপক রঞ্জিত লাল সোম, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহা ব্যবস্থাপক ফনী ভূষন আচার্য, সহ এরিয়া অফিস ও শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: জনতা ব্যাংকের সকল শাখার গ্রাহক গণ এই এটিএম বুথের সুবিধা গ্রহণ করতে পারবেন। তাছাড়া ও N P S B ভূক্ত বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহক গণ ও এ সুবিধা ভোগ করতে পারবেন।
কমেন্ট করুন