কামাল হোসেন রাফি ঃ সুনামগঞ্জ জেলায় যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ পাথর জব্দ করা হয়েছে। আজ( ৩০ আগষ্ট সোমবার) দুপুর দেড়টার সময় পুলিশ ও বিজিবির সমন্বয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহমান জাদিদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১ নং সলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী থেকে ১ কোটি ২ লাখ টাকার অবৈধ পাথর জব্দ করেন।
বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ ডুলুরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ধোপাজান চলতি নদীতে ইজারা ব্যতীত কতিপয় কিছু অসাধূ বালুও পাথর ব্যবসারা দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটেও নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। এতে করে পরিবেশ ও নদীর পাড়ের গ্রাম সহ বাড়ি-ঘর ও আবাদি জমির নদী ভাঙ্গনের ফলে হুমকিতে রয়েছে । এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলা প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় মোঃ সাদিউর রহমান জাদিদ এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন ও ডুলুরা বিওপি’র সুবেদার মো: একাব্বর হোসেনসহ আনসার সদস্যের সমন্বয়ে যৌত বাহিনীর অভিযানে আজ সোমবার দুপুর দেড়টা থেক আড়াই টা পর্যন্ত সলুকাবাদ ইউনিয়নস্থ ধোপাযান চলতি নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১ কোটি ২ লাখ টাকার মোট ৮৫ হাজার ঘনফুট অবৈধ পাথর জব্দ করেন।
কমেন্ট করুন