লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তিনটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে, দিরাই, জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া চতুর্থ ধাপের ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে।
এ তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন, ১২৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৮২৩ জন ও সাধারণ সদস্য পদে ২৬৪ জন।
এরমধ্যে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৫৭ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ১০৮ জনও সাধারণ সদস্য পদপ্রার্থী ৩৬১ জন। এ উপজেলায় ৮৬ টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৮৬ জন ভোটার ।এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৭৩৩ জন ও নারী ভোটার ৮১ হাজার ২৫৩ জন।
জগন্নাথপুর উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৩৭ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ৮৯ জন ও সাধারণ সদস্য পদপ্রার্থী ২৩৪ জন। এ উপজেলার ৭৭ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২৪৯ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৮২৩ জন।
বিশ্বম্ভরপুর উপজেলায় ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৩০ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ৬৬ জন ও সাধারণ সদস্য পদ প্রার্থী ২২৮ জন। এ উপজেলায় ৪৭ টি কেন্দ্রে মোট ভোটার ৪৫ হাজার ৩১৮ জন।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ার কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ কেন্দ্রে মোট ভোট ২ হাজার ১৮৮টি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সব্যসাচী দাস জানান, বেলা ১১ টা পর্যন্ত ৯টি ব্যালট বই চলছে।
জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছুবা মিয়া জানান, এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
কলিয়ার কাপন গ্রামের ইকবাল আহমদ চৌধুরী ওয়াকিব মিয়া জানান, সকাল ৮টা থেকে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
একই গ্রামের ইলিয়াছ মিয়া চৌধুরী জানান, সকাল ১০টায় তার ৯৫ বছর বয়সী মাকে ভোট দিতে কোলে করে কেন্দ্রে এনেছেন। তিনি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের ভোটার গণ ও ভোট দিয়েছেন শান্তিপূর্ণ ভাবেই।
বিশ্বম্ভরপুর উপজেলার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম জানান সুনামগঞ্জ জেলার তিনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকি পূর্ণ কেন্দ্র পরিদর্শন করেছি কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ভোটার গণ সকাল থেকেই নিজ নিজ ভোট কেন্দ্রে লাইনে দাড়িঁয়ে ভোট দিয়েছেন। আইন শৃংখলা বাহিনী খুব সতর্ক অবস্থানে ছিল।
কমেন্ট করুন