৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম আওয়ামীলীগের রাজনীতি করা এ দেশের তৌহিদি ছাত্রজনতা আর মেনে নিবে না সুনামগঞ্জের গণসমাবেশে …..মাওলানা মামুনুল হক যাদুকাটা নদীর পাড় রক্ষায় মতবিনিময় সভা তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে  প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন দুর্বৃত্তদের বাঁধায় যাদুকাটা বালুমহালে রয়্যালটি আদায় বন্ধ দেশজুড়ে শিক্ষার্থীদের সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং পদত্যাগ করলেন ভিসি ফরিদ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা,র‍্যালী ও পুরস্কার বিতরণ। তিন দফা বন্যার কবলে সুনামগঞ্জ, জনদুর্ভোগ চরমে।  পুলিশ ও সাংবাদিকদের কাজ অভিন্ন, জনগণের সেবা করাই মূল লক্ষ্য- সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার।  প্রবল বেগে ঢুকছে ঢলের পানি, তাহিরপুরে আবারো বন্যা একজন উকিল মুন্সি এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করে আওয়ামীলীগ সরকার – জাহাঙ্গীর কবির নানক তাহিরপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রনজিত সরকার সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব তেঘরিয়া বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ।  বিশ্বম্ভরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এমপি ড. মোহাম্মদ সাদিক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে চপল পুনরায় জয়ী। 
সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক ২

সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭ মেঃটন অবৈধ কয়লাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল (২৪ জানুয়ারি মঙ্গলবার) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তে তাহিরপুর থানা পুলিশ দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৭ মেঃ টন অবৈধ কয়লা সহ অরুন দাস (৪৭) ও সালাম মিয়া (১৮) নামের দুই জনকে আটক করে ।

আজ বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের লালঘাট, বাঁশতলা, চারাগাঁও এলসি পয়েন্ট, জঙ্গলবাড়ি ও কলাগাঁও এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী চোরাকারবারী রফ মিয়ার নেতৃত্বে সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাচাঁর করে প্রথমে চারাগাঁও শুল্কষ্টেশনের বিভিন্ন ডিপুতে মজুত করা হয়। পরে ঠেলাগাড়ি ও ট্রলি দিয়ে পাচাঁরকৃত অবৈধ মালামাল বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সমসারপাড় নিয়ে ছোট নৌকা বোঝাই করে বৈঠাখালী বাঁধের কাছে নিয়ে বড় কাঠবড়ি ও স্টিলবডি ইঞ্চিনের নৌকা বোঝাই করে। তারপর পাটলাই, বৌলাই ও রক্তি নদী পথে নেত্রকোনা জেলার কলমাকান্দা, ভৈরব ও সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে পাঠানো হয় পাচাঁরকৃত কয়লা ও চুনাপাথর। সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাচাঁর করা এসব অবৈধ কয়লা ও পাথর থেকে থানা পুলিশ, ডিবি পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে লাখলাখ চাঁদা উত্তোলন করে রফ মিয়া। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারী) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৭মেঃটন অবৈধ চোরাই কয়লাসহ অরুন দাস ও সালাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে চারাগাঁও শুল্কষ্টেশনের কয়েকজন কয়লা ব্যবসায়ী জানান- সাংবাদিক, পুলিশ, বিজিবির সোর্স পরিচয়ধারী রফ মিয়া ও আলী হোসেন অবৈধ কয়লা ও চুনাপাথর পাচাঁর করার পর চাঁদা উত্তোলন করে। তারা বললে কয়লা ও পাথর পাচাঁর হয়, আর না বললে হয় না। তাদের এই চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য চলছে দীর্ঘদিন যাবত। এব্যাপারে সোর্স আলী হোসেন বলেন- ভারত থেকে যখন কয়লা পাচাঁর হয় তখন আমি শুধু হিসাব রাখি, আর চাঁদার টাকা তুলে রফ মিয়া। আমাকে তারা কর্মচারী হিসেবে রেখেছে। কাকে কত টাকা চাঁদা দেয় তা আমি জানিনা।
তাহিরপুর থানার ওসি ইফতেখার হোসেন বলেন- ১৫ মেঃটন কয়লাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে আর বাকি ১২টন কয়লা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত ১৩ই জানুয়ারী শুক্রবার দুপুরে টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা পাচাঁরের সময় ভারতীয় বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকসহ গত ৯ মাসে চোরাই কয়লা আনতে ভারতে গিয়ে মোট ৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ২:০২)
  • ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)