লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি)সীমান্ত রক্ষায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।সীমান্ত এলাকার চোরাচালান ,বিশেষ করে মাদক দ্রব্য অস্ত্র সহ অন্যান্য চোরাইপণ্য অবৈধ উপায়ে আসা যাওয়া বন্ধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।দিনরাত পরিশ্রম করে বিজিবি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।সীমান্ত এলাকার সুরক্ষার জন্য বেসামরিক প্রশাসন,জন প্রতিনিধিসহ সকলের সহযোগিতার দরকার।
বিজিবির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ বিজিবির দেয়া প্রীতি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান এসব কথা বলেন।
এ সময় সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান,সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন,এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম,পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহিনূর রহমান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম,সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানী,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র সহ অন্যান্য কর্মকর্তাগণ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
বিজিবির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন সেক্টর কমান্ডার।
কমেন্ট করুন