সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী পদে কর্মরত সোহেল আহমেদকে শোকজ করা হয়েছে। বৃষ্টির পানি থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি রক্ষা করতে ১৫আগস্টের জাতীয় শোক দিবসের পুরোনো একটি ব্যনার দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (১১আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।এ ঘটনায় বৃহস্পতিবার (১২জুলাই) উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত শোকজের চিঠি ওই ইউনিয়ন সমাজ কর্মীকে দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও এলাকা বাসী সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী সোহেল আহমেদ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর ব্যক্তিগত মোটর সাইকেলটি উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে রেখে তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় ওই বৃষ্টির পানি থেকে ওই মোটর সাইকেল টিকে রক্ষায় ১৫ আগস্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শোকের পুরোনো একটি ব্যানার দিয়ে মোটর সাইকেলটি ঢেকে রাখা হয় হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি,সাংবাদিক,রাজনীতি বিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জনদের দৃষ্টিতে চলে আসে। বিষয়টি নিয়ে ফেসবুকে ভাইরাল হয়।
ইউনিয়ন সমাজকর্মী সোহেল আহমেদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি এই কাজটি করিনি। যখন এই ঘটনাটি ঘটানো হয়েছে তখন আমি অফিসের কাজে বাইরে ছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার পক্ষে কখনো এই কাজটি করা সম্ভব নয়। এই মোটরসাইকেলটি আমার।কেউ হয়তোবা আমাকে বিপদে ফেলার জন্য ১৫ আগস্টের শোকের পুরোনো ব্যনার দিয়ে আমার মোটর সাইকেলটি ঢেকে দিয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন বলেন,এঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে লিখিত ভাবে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
কমেন্ট করুন