শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
ভাটি বাংলা কলেজের শিক্ষার্থী সীমান্ত তালুকদারের সভাপতিত্বে ও সিলেট এমসি কলেজের শিক্ষার্থী নিলয় কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামাল উদ্দিন,সিলেট মদন মোহন কলেজের শিক্ষার্থী সুধীন্দ্র চন্দ্র দাস,বাউলশিল্পী ওদুদ মিয়া সহ প্রমুখ।বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তার যোগদান করার পরই প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে হচ্ছে।অতীতে ওই হাসপাতালে জরুরী বিভাগের যাবতীয় কার্যাদি আয়া,ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নকর্মীদের দিয়েই চিকিৎসা সেবা দেয়া হতো এবং সরকারি কোয়াটার ও পঃপঃ কর্মকর্তার অফিস কক্ষে বসে অফিস টাইমে প্রাইভেট রোগী দেখতেন এমন অভিযোগও আছে। কিন্তু নতুন কর্মকর্তার আসার পরই হাসপাতালের জরুরি বিভাগসহ স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় সেবা সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে। এতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি করার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে হাসপাতালেরই কিছু দুর্নীতিবাজ কর্মচারী। আমরা এই সৎ,কর্মঠ, দায়িত্ববান কর্মকর্তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন সহ উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তার মুঠোফোনে বলেন, মানববন্ধন হয়েছে আমি শুনেছি, কিন্তু আমিত ট্রেনিংয়ে বলে ফোন কেটে দেন।
এবিষয়ে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন আহমেদ হোসেন বলেন,শাল্লা মেডিকেলের বিষয়ে অভিযোগ পেয়েছি।আমি খুব দ্রুত সরজমিনে শাল্লা গিয়ে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিব।উল্লেখ্য শাল্লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তারের অর্থ আত্মসাতের বিরুদ্ধে গতকাল সচেতন নাগরিকদের মানববন্ধন হয়েছে। কিন্তু আজ আবারও শাল্লার সচেতন নাগরিকরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তারের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ করেন।
কমেন্ট করুন