সন্দীপন তালুকদার সুজন,শাল্লা
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় ভেনাস বন্ধুমহল’র উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বানভাসীদের দুঃখ দুর্দশায় নিজেদেরকে আত্মনিয়োগ করার জন্য ভেনাস বন্ধু মহলের উদ্যোগ গ্রহণকারী সীমান্ত তালুকদার সুমন নামের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক সহায়তার আবেদন করা হয়। মানবিক আবদনে সাড়া দিয়ে বন্যার্তদের সহযোগিতার জন্য নগদ অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদানে এগিয়ে আসেন দিরাই-শাল্লার এম.পি পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত,ব্যারিষ্টার সায়েদুল হক সুমন,সিলেট মুরারি চাঁদ কলেজের ইংরেজি বিভাগ,এলাকা ও দেশ-বিদেশের বন্ধুবান্ধবসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
বিগত ১৮ জুন হতে ১০ দিনব্যাপী “ভেনাস বন্ধুমহল” উপজেলার ৪টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ভেনাস বন্ধু মহলের কয়েকজনের সঙ্গে কথা বললে জানান,মানুষ মানুষের জন্য।আমরা এখন থেকে এলাকা তথা দেশের যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে আমরা মানবিক সহায়তা প্রদান করব।উল্লেখ্য যে,ভেনাস বন্ধু মহলের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন সীমান্ত তালুকদার সুমন,পলাশ চৌধুরী, সৌমেন সরকার,রাজু দাশ,রকি বৈষ্ণব,হিল্লোল চৌধুরী,বাবলু দাশ, বাসুদেব সরকার, অনুকূল, স্বাগতম,শ্রীবাস,সীমান্ত ,সাগর, পলাশ, নিলয়, আকাশ,দীপ্ত দাশসহ প্রমুখ।
কমেন্ট করুন