স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর-::
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রাজনৈতিক কমিটিতে ৩৩% নারী সম্পৃক্ত করা ও দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিশ্বম্ভরপুরেএক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সোমবার (১নভেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে উক্ত মানববন্ধন ও বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিনিধি গন অংশগ্রহণ করেন। উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, নারী জনপ্রতিনিধি রেহানা পারভীন, প্রতিমা রানীও, অর্চনা দেবী,। মানববন্ধন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নিকট ও সংশ্লিষ্টদের নিকট বিভিন্ন দাবি দাবা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
কমেন্ট করুন