স্টাফ রিপোর্ট:- সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী থেকে পাথর আনতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩জন।
নিহতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. নুর মিয়া (৩০), একই গ্রামের আব্দুস শহিদের ছেলে সামায়ূন মিয়া (৩৩)।
শনিবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নস্থ যাদুকাটা নদীতে এই সংঘর্ষে দুইজনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে রবিবার সকাল ৭টায় নিখোঁজদের লাশ উদ্ধার হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো শনিবার সকালে নিহত নুর মিয়া ও সামায়ূন সহ তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের ১৫ জনের একটি দল বারকি নৌকা দিয়ে পাথর আনতে যাদুকাটা নদীতে যায়। তারা সারা দিনে নৌকায় পাথর লোড করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অপর দিক থেকে আসা বড় স্টিল বডি নৌকার সাথে সংঘর্ষ বাদে। এতে বারকি নৌকাটি তলিয়ে যায়। নৌকায় থাকা অন্য শ্রমিকরা পানিতে জাপিয়ে পড়ে প্রাণ বাচালেও ঘটনাস্থলে নুর মিয়া ও সামায়ূন নিখোঁজ হয়। পুলিশ ও স্বজনদের অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকাল সাড়ে ৭টায় তাদের লাশ করা হয়। এবং এঘটনায় গুরুতর আহত হয় তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, যাদুকাটায় দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কমেন্ট করুন