সোহেল আহমদ সাজু,তাহিরপুর(সুনামগঞ্জ):-সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে “হাওর বিলাস”সংলগ্ন স্থানে আগামী ৫ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগীতার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনাজির আহমদ মানিক বলেন,মুজিব শতবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার সকল প্রকার প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা নৌকা বাইচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।সমগ্র জেলা বাসীকে নৌকা বাইচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
কমেন্ট করুন