বিশেষ প্রতিনিধিঃ- জেলা শহর সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে ’মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’এই শ্লোগানকে সামনে রেখে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সাংবাদিক গিয়াস চৌধুরীর সঞ্চালনায় জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান (বিপিএম) এর সভাপতিত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভায় জেলার শ্রেষ্ট কমিউনিটি উপদেষ্টা হিসেবে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে আনুষ্টানিক ভাবে সম্মাননা স্বারক,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)আবু সাঈদ, প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,মুক্তিযোদ্ধা মাকসুদ,অফিসার ইনচার্জ শহীদুর রহমান প্রমুখ ।
উল্লেখ্য যে জনাব করুনা সিন্ধু চৌধুরী বাবুল চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় হতে সম্মানা স্বারক ক্রেস্ট অর্জন করেন।
জনাব করুনা সিন্ধু চৌধুরী বাবুল তার এ অর্জন বিষয়ক মন্তর্য করতে গিয়ে বলেন বাংলাদেশ পুলিশ বিভাগের ভালবাসার ঋন কোনদিন শোধ হবার নয় । পুলিশের পাশে থেকে সততা ও নিষ্ঠার সহিত আজীবন দেশ ও জনগনের সেবায় কাজ করে যেতে চাই। ।
তিনি বাংলাদেশ পুলিশ বিভাগের ভালবাসার মূল্যবান উপহার তাহিরপুর উপজেলাসহ সুনামগঞ্জ জেলাবাসীর প্রতি সন্মান স্বরূপ উৎসর্গ করা হয়েছে বলে তিনি জানান।
কমেন্ট করুন