লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ :
সাত ডিসেম্বর,বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ৩য় ও ৪র্থ পর্যায়ের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। লালপুরে ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১৪৭টি ঘর নির্মাণ করা হবে।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),বিজন কুমার সিংহ সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, সহকারী কমিশনার (ভূমি), সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন এবং নির্বাচিত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থার খোঁজ খবর নেন। তিনি নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া ঘরের নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। এছাড়াও নির্মাণ কাজে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন।
কমেন্ট করুন