লাউড় ডেস্ক ঃ-
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে আরও ২৮ টি পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি ও দলিল তোলে দেন উপজেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা অডিটরিয়ামের ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীরের সভাপতিত্বে ঘরওজায়গার দলিল হস্থান্তর সংক্রান্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে দলিল ও ঘরের চাবি তোলে দেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভা সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মো আলাউদ্দীন, তাহিরপুর উপজেলা কৃষি কমকর্তা মোঃ হাসান উদ দোলা প্রমুখ।
সুবিধাভোগী গৃহহীন নিরালা বেগম,খুরশেদ মিয়া, সাহেদা বেগম ও সেলেনা বেগমের সাথে কথা বললে তারা জানান, “আমরার খুশির সীমা নাই পাকাঘর, টয়লেট রান্নার ঘর ২টা থাকার ঘর এর চেয়ে আনন্দের আর কি আছে জীবনে”।
উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা জানান, হস্তান্তরকৃত ঘর সমুহে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীর বলেন, সরকারের মহতি এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ছিন্নমুল ও ভূমিহীন পরিবারের তথ্য যাচাইবাছাই করে নিশ্চিত হওয়ার পর সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে।
কমেন্ট করুন