মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১ হাজার পিস ইয়াবা সহ মোঃ আক্তার মিয়া (৪৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক উত্তম কুমার দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম এলাকাধীন ৩নং বহরা ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আক্তার মিয়া কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার মিয়া ব্রাহ্মণবাড়িয় জেলার সরাইল উপজেলার বাড়িউড়া এলাকার হাজী আব্দুল আহাদ এর পুত্র। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
কমেন্ট করুন