লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক পপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোহাম্মদ তামীম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ হোসেন, এন এস আই ড মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, জেলা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার, জেল সুপার নুরশেদ ভূইয়া, জেলা শিশু বিষয়ক কর্ম কর্তা বাদল চন্দ্র বর্মন, ২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সম্পাদক রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
সভায় ২১ ফেব্রুয়ারির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ উপলক্ষ্যে বেশ কটি উপ কমিটি করে কাজ করার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য বিধি অনুসরণ করে দিবস উদযাপন করার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয় । জাতীয় পতাকা সঠিক ভাবে সন্মানের সাথে উত্তোলন করার উপর গুরুত্বরোপ করা হয় অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
কমেন্ট করুন