তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ-অমর একুশে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষাপ্রাপ্তির দিন,মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। তাঁদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাঙালি জেনেছিল তাদের বর্ণমালা যা কখনো কেড়ে নিতে পারবে না শাসকেরা। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।কানে যে গানই বাজুক, সবার মনে বাজছে একুশের অমরসংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি”।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রাখাব উদ্দিনের নেতৃত্বে বাদাঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধার সাথে শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করেন।শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল শাহ, জেলা যুবদলের সহঃ অর্থ সম্পাদক মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব আবু সায়েম,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, বিএনপি নেতা নজরুল শিকদার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী সমর্থকবৃন্দ।
কমেন্ট করুন